Kolkata

আরও শক্তিশালী নিম্নচাপ, সপ্তাহ শেষে ভাসতে পারে রাজ্যের এক অংশ

সপ্তাহটা বৃষ্টি দিয়েই হয়তো শেষ হবে। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। তা শুক্রবার ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে।

আন্দামান সাগরের ওপর তৈরি হলেও তা এখন ক্রমে সরে এসেছে বঙ্গোপসাগরের ওপর। ক্রমশ তা শক্তি বাড়াচ্ছে। ফলে তা শক্তিশালী একটি নিম্নচাপে পরিণত হচ্ছে। শুক্রবার সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে।

ঘূর্ণিঝড়ের আকার নিলে তার নাম হবে জাওয়াদ। তারপর তা ক্রমে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসবে। এজন্য অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

শনিবার সকালে তা অন্ধ্র ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। তখন ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সঙ্গে থাকবে প্রবল বৃষ্টি। এজন্য অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা, ২ রাজ্য প্রশাসনই আগাম সতর্কতা গ্রহণ করেছে।

এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। দক্ষিণবঙ্গ ভাসতে চলেছে আগামী শনি ও রবিবার। শনিবার উপকূলীয় জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে।

কলকাতা ছাড়াও সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২ মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ২ বর্ধমান, হাওড়া, নদিয়ায়। কলকাতায় রবিবার বৃষ্টি বেশি হতে পারে।

এবছর অতিবৃষ্টির কবলেই কেটেছে বর্ষা। সবে সেই আবহাওয়া বদলে শীতের আমেজ আসতে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। কিন্তু তাও বারবার ধাক্কা খাচ্ছে নিম্নচাপের কারণে।

ডিসেম্বরে পৌঁছেও বৃষ্টি পিছু ছাড়ছে না। সপ্তাহ শেষে যে মিঠেকড়া রোদ মেখে মানুষ একটু কোথাও ঘুরতে যাবেন তার আর সুযোগ চলতি সপ্তাহে রইল না। এই বৃষ্টির হাত ধরে আগামী সপ্তাহ থেকে শীত আসে কিনা সেটাই এখন দেখার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *