State

রাজ্যের ১০টি জেলার জন্য বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি

রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। কলকাতায় লক্ষ্মীপুজোর সকালেও বৃষ্টি হয়েছে। মেঘে ঢাকা রয়েছে আকাশ।

নিম্নচাপের চাপ আর নিতে পারছেন না মানুষজন। সকলেই চাইছেন এবার বিদায় নিক বৃষ্টি। অনেক হয়েছে। কিন্তু প্রকৃতি তার ইচ্ছায় চলে। ফলে লক্ষ্মীপুজোর সকালেও বৃষ্টি পিছু ছাড়ল না।

আবহাওয়া দফতর এখনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাজ্যের ১০টি জেলার জন্য বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বুধবার লক্ষ্মীপুজোর দিনও কলকাতা সহ রাজ্যের সিংহভাগ মেঘে ঢাকা। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। ফলে মার খেয়েছে পুজোর বাজার।

গত মঙ্গলবার থেকে পুজোর তিথি পড়ে যাওয়ায় অনেকে ওইদিন সন্ধের পর পুজো সেরেছেন। অনেকে আবার বুধবার পুজো করবেন। ফলে বাজারে বৃষ্টি উপেক্ষা করেই ক্রেতা বিক্রেতার ভিড়। ছাতা মাথায় দিয়েই চলছে কেনাকাটা।

বুধবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিন রাজ্যের যে ১০টি জেলার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সেগুলি হল, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার।

তালিকায় কলকাতা বা কলকাতা লাগোয়া জেলাগুলি না থাকলেও সেসব জেলাতে আকাশের মুখ ভার। বৃষ্টি হচ্ছে দফায় দফায়।

আবহাওয়া দফতর জানাচ্ছে বুধবারও দক্ষিণবঙ্গের হাল এমনই থাকবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি তখনও হবে।

এদিকে বৃষ্টিতে কার্যত কোজাগরী পূর্ণিমা এ বছর হল বটে তবে সেই উৎসবের আমেজটা রইল না। সবটাই হল নিয়ম বা পরম্পরা রক্ষার মত করে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *