Alia Bhatt

ফোর্বসের এশিয়ার সেরা অনূর্ধ্ব ৩০-এর তালিকায় আলিয়া

ফোর্বস পত্রিকার বিনোদনে ৩০ অনূর্ধ্ব এশিয়া সেরার তালিকায় জায়গা পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২৪ বছরের এই অভিনেত্রীকে একজন উদ্যোগপতি হিসাবেও দেখানো হয়েছে। মাত্র ৫ বছর হল বলিউডের রূপোলী পর্দায় আত্মপ্রকাশ ঘটেছে আলিয়ার। ইতিমধ্যেই তিনি এমন এক সম্মান অর্জন করলেন যা এখনও পর্যন্ত দেশের অন্য কোনও নায়ক বা নায়িকার জীবনে ঘটেনি। ফোর্বসের তালিকায় নাম ওঠার পর তাঁর সম্বন্ধে ফোর্বস জানিয়েছে, আলিয়া একজন ভারতীয় অভিনেত্রী। যিনি ২০টির ওপর বক্স অফিস পাওয়া বলিউড সিনেমায় অভিনয় করেছেন। যাঁর ৬টি সিনেমা বিশ্বজুড়ে ১৫ মিলিয়ন ডলারের ওপর ব্যবসা দিয়েছে। আলিয়ার এই প্রাপ্তি অবশ্যই ভারতীয় সিনেমার জন্যও সুখবর।

About News Desk

Check Also

National News

পুরনো ৫০০ টাকার নোট থেকে ৫ ভোল্ট বিদ্যুৎ!

কে বলেছে ৫০০ টাকার পুরনো নোটের আর কোনও মূল্য নেই! আলবাত আছে! অন্তত তেমনই তো দাবি করছে ওড়িশার ১৭ বছরের ছেলেটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *