SciTech

বিশ্বের প্রথম এআই মন্ত্রী যোগ দিল মন্ত্রিসভায়, এই দেশ দেখাল নতুন পথ

আর মানুষ নয়, মন্ত্রিত্ব সামলে দেবে এআই মন্ত্রীরা। এমনটাই কি আগামী দিনে হতে চলেছে। অন্তত সেই রাস্তা খুলে দিল একটি দেশের সংসদ।

সে নিজের দায়িত্ব এবং কর্তব্য স্বচ্ছতা ও বৈষম্যহীনতার সঙ্গে পালন করবে। তার যে মানুষ সহকর্মীরা রয়েছেন তাঁদের মত করেই কাজ করার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে হয়তো তাঁদের চেয়েও ভাল কাজ করবে।

আত্মপ্রকাশের পর এমনই জানাল বিশ্বের প্রথম এআই মন্ত্রী। যাকে এক মানবীর রূপ দেওয়া হয়েছে। সাজানো হয়েছে আলবেনিয়ার পারম্পরিক পোশাকে।

যাতে সরকারের স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন না ওঠে, যাতে সরকারি কাজের সঙ্গে কোনও অন্যায় যুক্ত না হয়, সেদিকে সে কড়া নজর রাখবে। ওই মহিলা এআই মন্ত্রীর নাম দেওয়া হয়েছে দিয়েলা। আলবেনিয়ায় দিয়েলা শব্দের অর্থ সূর্য। অর্থাৎ সূর্যের মতই তেজি এই মন্ত্রী।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করতেই এই পদক্ষেপ। মাদক কারবারি থেকে সরকারি দুর্নীতি অবধি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগের অবসান ঘটাতেই এবার রামার মন্ত্রিসভায় এই এআই মন্ত্রী বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে তাঁর মন্ত্রিসভায় প্রযুক্তিকে একটা জায়গা দিতে এই অভিনব ভাবনা এদি রামা-র।

চলতি বছরের গোড়াতেই ভার্চুয়াল সহকারি হিসাবে রক্তমাংসের বদলে এই এআই মানবী দিয়েলা আলবেনিয়ার অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করে। এতে সাধারণ মানুষের জন্যে আমলাতান্ত্রিক কাজকর্মের জটিলতা অনেক কমে যায়। তখন তাকে সরকারি ওয়েবসাইটের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে লাগানো হয়েছিল।

সে সময় বিভিন্ন সরকারি কাজে তার পরিষেবা প্রদানের ধরণ দেখে মুগ্ধ হয়েই রামা তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছেন। দিয়েলা যেহেতু বিদ্যুৎচালিত একটি চ্যাটবট তাই সে ক্ষমতা বা অর্থলোভী নয়।

ফলে সে সরকারি তথ্য ফাঁস করে কোনও কেলেঙ্কারিতে জড়িয়েও পড়বে না। তাই এদি রামার বিশ্বাস দিয়েলার কারণে প্রতিটি সরকারি কাজ এবার পুরোপুরিভাবে দুর্নীতিমুক্ত হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *