Entertainment

সেই সাড়ে ৩ হাজার টাকার কাজটাই তাঁর জীবন বদলে দেয়, সব খুলে বললেন অক্ষয় কুমার

একটা কাজ আর তার জন্য সাড়ে ৩ হাজার টাকা। এটাই তাঁর জীবন বদলে দিয়েছিল। তাঁকে করে দিল অক্ষয় কুমার। বলিউডের অন্যতম সফল তারকা।

অক্ষয় কুমার বলিউডে নিজের একটা জায়গা তৈরি করেছেন। ৩ খানের সমান্তরাল ভাবে নিজের পরিচিতি বানিয়েছেন। ৩ দশক ধরে বলিউডে দাপটে কাজ করে প্রায় ১৫০টির ওপর সিনেমায় অভিনয় করেছেন অক্ষয়।

বলিউডের সেই খিলাড়ি কুমারের সুপারস্টার হয়ে ওঠার রাস্তাটা খুলে দিয়েছিল একটা সাড়ে ৩ হাজার টাকার কাজ। সেই কাহিনিই খুলে বললেন অক্ষয় কুমার।

একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অক্ষয় জানান, প্রথম জীবনে তিনি রোজগারের জন্য মার্শাল আর্ট শেখানোর কাজ করতেন। সারা মাস ধরে মার্শাল আর্ট শিখিয়ে রোজগার হত ৪ হাজার টাকার মত।

সেই পেশাই চালিয়ে যাচ্ছিলেন তিনি। এর মাঝেই একদিন তাঁর এক ছাত্র এসে বলে অক্ষয় কেন মডেলিং করছেননা? তিনি লম্বা, চেহারা আছে, তাহলে মডেলিং নয় কেন?

অক্ষয় তখন মডেলিংয়ের কিছুই জানতেন না। তিনি ওই ছাত্রকে জিজ্ঞেস করেন তাঁকে কি করতে হবে? ওই ছাত্রটি জানায়, কিছুই না, কেবল সঠিক পোজ দিয়ে দাঁড়াতে হবে।

কিন্তু মডেলিংয়ের কাজ পাবেন কোথায়? ওই ছাত্রই বলে, অক্ষয় যেন নিজের একটি ছবি তাকে দেন। অক্ষয় সেই প্রথম নিজের ছবি তোলান। তারপর সেটা ওই ছাত্রের হাতে তুলে দেন।

সপ্তাহ ৩ পর তিনি একটি মডেলিংয়ের জন্য ডাক পান। মাত্র ২ ঘণ্টার কাজ। সেটা করে তিনি সাড়ে ৩ হাজার টাকা পারিশ্রমিক পান। অক্ষয় বলেন, তিনি সারা মাস ধরে ছাত্রদের মার্শাল আর্ট শিখিয়ে যা রোজগার করতেন প্রায় সেই টাকাই তিনি মাত্র ২ ঘণ্টায় মডেলিং থেকে পেয়ে যান।

এটাই তাঁকে আকর্ষিত করে বিনোদন জগতের দিকে। তিনি সিনেমার জগতেও মডেলিং শুরু করেন। বাকিটা তো ইতিহাস। তবে ভারতের অন্যতম সুপারস্টার হয়েও সেদিনের সেই ছাত্রের পরামর্শে মডেলিং করা এবং তা থেকে সাড়ে ৩ হাজার টাকা রোজগারের কথা ভুলতে পারেননি অক্ষয় কুমার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *