SciTech

অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ, পরমাণু অস্ত্র বহনে আরও সক্ষম ভারত

রবিবার সকালে ওড়িশা উপকূল থেকে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যালেস্টিক মিসাইলের রেঞ্জ ৫ হাজার কিলোমিটার। অর্থাৎ ভূমি থেকে ভূমি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে বড় সাফল্য হিসাবেই দেখছেন সকলে।

রবিবার সকাল ৯টা ৪৮ মিনিটে ওড়িশার ডক্টর আবদুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫-এর উৎক্ষেপণ করা হয়। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যেই আঘাত করে। এদিনের সফল উৎক্ষেপণের ফলে ভারত এখন বিশ্বের প্রথমসারির দেশগুলির সঙ্গে সমকক্ষে এসে দাঁড়াল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *