ভারতের রাস্তায় হেঁটে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছাড়ল পড়শি দেশ
রাস্তাটা ভারতই দেখিয়েছিল। এবার তারাও হাঁটল সেই পথে। পাকিস্তানকে আরও বড় সমস্যার মুখে দাঁড় করিয়ে দিল তার পড়শি দেশ।
পহেলগামে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী হানার প্রেক্ষিতে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে। যা পাকিস্তানকে বড় সমস্যার মুখে ঠেলে দিয়েছিল। এবার ভারতের রাস্তায় হেঁটে পাকিস্তানের জন্য বড় সমস্যার কারণ হল তার অন্য পড়শি দেশও।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। ২ পক্ষে সীমান্তে লাগাতার গুলি বিনিময় হয়েছে। সবে যুদ্ধ বিরতির পথে হেঁটেছে ২ দেশ। তারপরই আফগানিস্তান সরকারের একটি নির্দেশিকা জারি হয়েছে।
সেখানে যত দ্রুত সম্ভব কুনার নদীতে একটি বাঁধ তৈরির কথা বলা হয়েছে। আফগান সরকার এই কাজ অতি দ্রুত করাতে চাইছে। এমনকি দ্রুততা বোঝাতে দেশের জল ও শক্তি মন্ত্রককে প্রয়োজনে বিদেশি সংস্থার জন্য অপেক্ষা না করে কাজটা দেশিয় কোনও সংস্থাকে দিয়ে দ্রুত করিয়ে নিতে বলা হয়েছে।
এই নদীটি গিলগিট বালতিস্তান ও পাকিস্তানের চিত্রালের সীমানায় উৎপন্ন হয়ে ধাবিত হয়েছে। উৎপত্তিস্থল একটি হিমবাহ। যা হিন্দুকুশ পর্বতমালায় অবস্থিত। সেখান থেকে জন্ম নিয়ে নদীটি প্রথমে চিত্রাল নদী নামেই প্রবাহিত হয়েছে।
আফগানিস্তানে প্রবেশের পর তার নাম বদলে হয়ে যায় কুনার নদী। এই নদীতে বাঁধ দিয়ে দেওয়া হলে তা কিন্তু পাকিস্তানের জন্য বড় সমস্যার কারণ হবে।
আফগানিস্তানের সঙ্গে যে তিক্ত সম্পর্কের পথে পাকিস্তান হেঁটেছে আফগানিস্তানের এই বাঁধ নির্মাণ তারই জের বলে মনে করা হচ্ছে। ভারতের সিন্ধু জলচুক্তি নিয়ে সিদ্ধান্তের পথই এবার আফগানিস্তান কাজে লাগাল। যা পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













