National

মহিলা সাংবাদিককে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার অভিজিৎ, পরে জামিন


স্বাতী চতুর্বেদী নামে এক মহিলা সাংবাদিককে ট্যুইটারে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গত ২৬ জুলাই গ্রেফতার করা হয় গায়ক অভিজিৎকে। যদিও জামিন‌যোগ্য মামলা হওয়ায় তাঁকে তখনই মুক্তি দেওয়া হয়। মুম্বই পুলিশের তরফে গত শুক্রবার একথা নিশ্চিত করার পরই খবরটি ভাইরালের মত ছড়িয়ে পড়ে। চেন্নাইতে ইনফোসিসের এক তথ্যপ্রযুক্তি কর্মী খুন হওয়ার পর ট্যুইটারে যখন কথাবার্তা চলছিল তখনই ওই মহিলা সাংবাদিককে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয় বলে পুলিশে অভিযোগ দায়ের করেন আম আদমি পার্টির মুখপাত্র প্রীতি শর্মা মেনন। পুলিশের সাইবার সেল শাখায় অভিজিতের সম্বন্ধে মামলা দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই অভিজিৎকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *