National

আমিরের মুখে সলমনের সমালোচনা

সলমন খানের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন বলিউড তারকা আমির খান। সলমনের ধর্ষণ মন্তব্যের সমালোচনা করেন তিনি। আমির সাফ জানিয়েছেন সলমনের এই মন্তব্য দুর্ভাগ্যজনক। এমন মন্তব্যকে অসংবেদনশীল বলেও জানিয়েছেন অমির। সুলতান ছবির শ্যুটিংয়ের পর নিজেকে ধর্ষিতা নারীর মত মনে হত বলে দাবি করেন সলমন। ধর্ষিতা নারীর মত ভাল করে হাঁটতে পারতেন না। দাবাং খানের এই মন্তব্যে দেশ জুড়ে ছিছি পড়ে যায়। জাতীয় মহিলা কমিশনের তরফে তাঁকে হাজিরারও নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় বলিউডেরও একাংশ তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে সরব হন। সেই তালিকায় এবার যুক্ত হল আর একটি নাম, আমির খান।

Show More

Leave a Reply

Your email address will not be published.