National

পিপিএফ, পোস্ট অফিস, এনএসসি, কিষাণ বিকাশ-এ আধার বাধ্যতামূলক করল কেন্দ্র

পিপিএফ, ডাকঘরে যাবতীয় সঞ্চয় প্রকল্প, এনএসসি, কিষাণ বিকাশ পত্র, সবেতেই লাগবে আধার নম্বর। আগামী ৩১ ডিসেম্বর, ২০১৭-র মধ্যে তা সংশ্লিষ্ট ক্ষেত্রে তা জমা দিতে হবে গ্রাহকদের। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন করে একথা জানানো হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে ১২ সংখ্যার আধার জমা না দিলে পরবর্তীকালে অ্যাকাউন্টের পরিচালন নিয়ে সমস্যা যে তৈরি হবে তা বলাই বাহুল্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কেউ এখনও আধার নম্বর না পেয়ে থাকেন, তাহলে তাঁদের আধার এনরোলমেন্ট নম্বরটি দিতে হবে। অর্থাৎ তিনি যে আধারের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন, তার প্রমাণ দিতে হবে। এই বিজ্ঞপ্তির পর এবার পিপিএফ, এনএসসি-র মত সরকারি প্রকল্পেও আধার বাধ্যতামূলক করল কেন্দ্র।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *