Sports

দেশের হয়ে কমনওয়েলথে প্রথম পদক আনলেন গুরুরাজা

২১ তম কমনওয়েলথ গেমসের প্রথম দিন দেশকে প্রথম পদক এনে দিলেন ভারোত্তোলক গুরুরাজা। ভারোত্তোলনের ৫৬ কেজি পুরুষ বিভাগে মোট ২৪৯ কেজি ওজন তোলেন তিনি। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথের আসরে এটাই প্রথম অংশগ্রহণ ২৫ বছরের গুরুরাজার। অভিষেকেই দেশকে পদক এনে দিলেন রাজা। বুধবার মোট ২৪৯ কেজি ওজন তোলেন গুরুরাজা। প্রথম দু’বারের চেষ্টায় ১১১ কেজি ওজন তোলেন তিনি। তৃতীয়বারের প্রয়াসে ১৩৮ কেজি ওজন তুলে রৌপ্য পদক নিশ্চিত করেন গুরুরাজা।

মালয়েশিয়ার মহম্মদ ইজহার আহমেদের দুরন্ত পারফরমেন্স রাজার স্বর্ণপদক জেতার সম্ভাবনা খানখান করে দেয়। ২৬১ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনার পদক ছিনিয়ে নেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আহমেদ। শ্রীলঙ্কার লকমল চতুরঙ্গা তৃতীয় স্থান দখলে রেখে ব্রোঞ্জ জিতেছেন। একটুর জন্য সোনা হাতছাড়া হলেও নিজের সেরাটুকু উজাড় করে দিতে পেরে স্বভাবতই খুশি পালোয়ান হতে চাওয়া ট্রাক চালকের সন্তান গুরুরাজা।


(ছবি – সৌজন্যে – ট্যুইটার)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button