Sports

খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু পাক ক্রিকেটারের

Published by
News Desk

ঘরোয়া লিগে ব্যাটিং করতে নেমে বিপত্তি। সোজা মাথায় লাগে ডিউজ বল। মাঠেই মৃত্যু হয় পাকিস্তানের যুবা ক্রিকেটারের। মৃত যুবের আহমেদ কোয়েটার একটি দলের হয়ে ক্রিকেট খেলত। উদীয়মান ক্রিকেটার হিসাবে নামও করছিল।

গত ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন ওই ক্রিকেটারের মৃত্যু হয়। পাক ক্রিকেট বোর্ডের তরফে ট্যুইট করে ‌যুবেরের পরিবারকে সমবেদনা জানানো হয়। পাশাপাশি সকলকে সতর্ক করে পাক বোর্ড জানিয়েছে, হেলমেট না পরে ব্যাটিং করলে তার পরিণাম ভয়ংকর হতে পারে। তাই সকলের সবসময়ে হেলমেট পরে ব্যাট করা উচিত।

Share
Published by
News Desk