World

২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪৭ যাত্রী

Published by
News Desk

২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪৭ জনের। যারমধ্যে ২টি শিশুও রয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল। পুলিশের প্রাথমিক অনুমান, প্রবল গতিতে থাকা ২টি বাস গতের ওপর নিয়ন্ত্রণ আনতে না পারায় সংঘর্ষ হয়। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়ের মানিকাল্যান্ড প্রদেশের রুসাপের কাছে।

২টি বাসই ছিল স্থানীয় দূরপাল্লার ২টি পৃথক বাস সংস্থার বাস। ভর্তি যাত্রী নিয়েই ছুটে যাচ্ছিল বাস ২টি। কিন্তু গন্তব্যে পৌঁছনো হলনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts