Sports

জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে মৃত্যু তরুণী অ্যাথলিটের

Published by
News Desk

জিমে হাল্কা শরীরচর্চা করছিলেন তিনি। আচমকাই অজ্ঞান হয়ে পড়ে যান। ছুটে আসেন জিমের লোকজন। দ্রুত তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেই জানিয়ে দেন হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে জেনিদা কারভালোর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলেও জানিয়ে দেন চিকিৎসকেরা। ২৯ বছরের এই তরুণী মহারাষ্ট্রের রাজ্যস্তরের অ্যাথলিট। রাজ্যস্তরে তাঁর সোনার মেডেল আছে। মুম্বইয়ের নালাসোপাড়া ইস্টের মধুবন টাওয়ারের বাসিন্দা জেনিদা বৃহস্পতিবারই প্রথমবারের জন্য নালাসোপাড়ার এই জিমে পা রেখেছিলেন। আর প্রথম দিনেই জিমে শরীরচর্চার সময়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল তাঁর। উদীয়মান এই তরুণী অ্যাথলিটের অকাল মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া।

 

Share
Published by
News Desk