World

পাক গায়কের রহস্যমৃত্যু, বন্ধুর বাড়ি থেকে উদ্ধার দেহ

Published by
News Desk

২০১২ সালে তাঁর গলা বহু মানুষের হৃদয় জিতে নিয়েছিল। বিখ্যাত গানের রিয়্যালিটি শো সারেগামাপার মঞ্চে তিনি নিজের একটা জায়গা করে নিয়েছিলেন সেবার। তিনি পাক গায়ক জাইন আলি। তাঁর গলার যাদুতে সেদিন যাঁরা মুগ্ধ হয়েছিলেন তাঁরা এদিন আঁতকে উঠলেন এই পাক তরুণ প্রতিভার রহস্যমৃত্যুর খবরে।

লাহোরে তাঁর এক বন্ধুর বাড়িতে গত ২০ জুলাই গিয়েছিলেন জাইন। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। পুলিশ খোঁজ করতে গিয়ে ওই বন্ধুর বাড়ির শৌচাগার থেকে জাইনের মৃতদেহ উদ্ধার করে। কীভাবে জাইনের মৃত্যু হল তা খতিয়ে দেখছে সে দেশের পুলিশ।

Share
Published by
News Desk