Sports

বিয়েতে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করে এলেন যুবি

Published by
News Desk

সামনেই বিয়ে, তাই প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করতে বৃহস্পতিবার মা শবনমকে সঙ্গে করে সংসদে হাজির হলেন ক্রিকেটার যুবরাজ সিং। আগামী সপ্তাহের বুধবার অভিনেত্রী মডেল হ্যাজেল কিচ-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন যুবি। তার আগে শেষ মুহুর্তে চলছে অতিথিদের আমন্ত্রণপর্ব। সেই নিমন্ত্রণ সারতেই এদিন যুবির সংসদে আসা।

আগামী বুধবার গুরুদ্বারাতে বিয়ে হবে যুবি-হ্যাজেলের। ২ ডিসেম্বর গোয়ায় হিন্দু মতে বিয়ে। ৭ ডিসেম্বর দিল্লিতে হবে রিসেপশন। রিসেপশনে উপস্থিত থাকবেন ভরতীয় ক্রিকেটে তারকারা, সিনেমা, শিল্প জগতের ব্যক্তিত্বরাও। এছাড়া রাজনৈতিক মহলের বহু তাবড় নেতাই রিসেপশনে নিমন্ত্রিত।

Share
Published by
News Desk