Entertainment

অভিনয় জগতে পা রাখলেন যুবরাজ সিং

Published by
News Desk

১৯ বছর ধরে ক্রিকেট খেলেছেন। ২০১১-তে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ভারতকে বিভিন্ন সময়ে সাফল্য এনে দিয়েছে তাঁর ঝোড়ো ব্যাট। ক্যানসারের সঙ্গে লড়াই করে জিতে তিনি ফের ফিরেছিলেন ক্রিকেটে। ভারতীয় ক্রিকেটে তিনি একজন কিংবদন্তি হয়ে থেকে যাবেন। এখনও বিশ্বকাপ ক্রিকেট চলছে। সেই বিশ্বকাপ শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান যুবরাজ সিং। সাংবাদিক বৈঠকে খেলা ছাড়ার কথা ঘোষণা করতে গিয়ে তাঁকে কাঁদতেও দেখেন সকলে। সেই যুবরাজ সিং এবার ক্রিকেট ছাড়ার পর পা রাখলেন অভিনয় জগতে। যেমনটা করেছিলেন তাঁরা বাবা যোগরাজ সিংও।

বিদেশি একটি কমেডি সিরিজকে নকল করেই হিন্দিতে তৈরি হচ্ছে ‘দ্যা অফিস’। ওয়েব সিরিজ আকারে প্রকাশ পাবে ভারতে। হটস্টার স্পেশালে ১৩ এপিসোডের ওয়েব সিরিজ হিসাবে আসতে চলেছে এই বিদেশি সিরিয়ালের হিন্দি সংস্করণ। সেই হিন্দি সংস্করণে সবচেয়ে বড় আকর্ষণ বোধহয় হতে চলেছেন যুবরাজ সিং। একদম নতুন অধ্যায়। অভিনয় জগত। তবে এখানে শ্যুটিং করতে গিয়ে খুব মজা করেছেন বলেই জানিয়েছেন যুবরাজ। একদম নতুন কাজ। ক্রিকেট বোঝেন কিন্তু অভিনয়ে এখানেই তাঁর কার্যত হাতেখড়ি। কিন্তু সেই নতুন কাজকে মজা করেই নিয়েছেন যুবি। আনন্দ পেয়েছেন কাজ করে।

দ্যা অফিসের প্রচারে দ্যা অফিসের সকলকে নিয়ে একটি ভিডিও শনিবার প্রকাশ্যে এসেছে। তাতে যুবিকে মজা করতেও দেখা গেছে। মজার সুরেই যুবি তাঁর ক্রিকেট কেরিয়ারের কথা তুলে ধরেছেন। ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসার কথা তুলে ধরেছেন। মুকুল চাড্ডার সঙ্গে তাঁর এই কাজকে যে যুবি উপভোগ করেছেন তাও পরিস্কার তাঁর বক্তব্যে। দ্যা অফিস-এ যুবরাজ সিং ছাড়াও রয়েছেন রণবীর সুরি, গহর খান, সায়নদীপ সেনগুপ্ত, প্রিয়াঙ্কা শেঠিয়া, প্রীতি কোছর এবং আরও অনেকে। দ্যা অফিস সম্বন্ধে আরও জানতে স্ট্রিম করার জন্যও সকলকে অনুরোধ করেছেন যুবরাজ সিং। এতদিন ক্রিকেটে তাঁর প্রতিভা অনেকে দেখেছেন, এবার পর্দায় যুবি কতটা সফল হন সেদিকে চেয়ে গোটা দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Yuvraj Singh

Recent Posts