Entertainment

ইয়েতি অভিযান, সব হল কিন্তু মন ভরল না!

Published by
News Desk

একসময়ে পুজো মানেই ছিল পূজাবার্ষিকী, পুজোর গান আর পুজোর সিনেমা। এরমধ্যে পুজোর গানের আকর্ষণ অনেকদিনই হল বিদায় নিয়েছে বাঙালির মন থেকে। তবে বাকি দুটো কোথাও যেন এখনও রয়ে গিয়েছে। ফলে পুজোর মুখে বা পুজোর সময়ে সিনেমা রিলিজ করার একটা চেষ্টা সব প্রযোজক, পরিচালকেরই থাকে। তেমনই একটা সিনেমা ইয়েতি অভিযান।

সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের দ্বিতীয় সিনেমা এটি। ২০১৩ সালে কাকাবাবুর মিশর রহস্য করে দর্শক থেকে সিনেমা সমালোচক, সকলেরই তারিফ কুড়িয়েছিলেন সৃজিত। সেটাই ছিল কাকাবাবুকে নিয়ে তাঁর প্রথম সিনেমা। দ্বিতীয়টি রিলিজ হয়েছে গত শুক্রবার। ইয়েতি অভিযান।

পটভূমির তুলনা নেই। হিমালয়ের চোখ ঝলসানো রূপ এই সিনেমার বড় পাওনা। সঙ্গে চিত্রায়নে একাধারে ক্যামেরা, ভাবনা আর গ্রাফিক্স কামাল দেখিয়েছে। ফলে সিনেমা দেখতে বসে চোখ জুড়িয়ে যায়। কিন্তু গল্প? সিনেমা মানেই একটা কাহিনিকে তারিয়ে উপভোগ করা। আর গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার গল্প নামে তো টান টান উত্তেজনা। একটা কী হয়, কী হয় ধুকপুকুনি। কিন্তু সেটা বোধহয় কোথাও অধরা থেকে গেল। কাকাবাবু, সন্তুর সাহসিকতায় খামতি নেই। নেই সিনেমায় রসদের অভাব। কিন্তু তারপরও কোথাও যেন রান্নাটা তেমন সুস্বাদু হল না। ঠিক যেন মিশর রহস্য হল না। কোথাও গিয়ে গড়পড়তা সিনেমা হয়ে রয়ে গেল ইয়েতি অভিযান।

Share
Published by
News Desk