Business

ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে অনিল আম্বানিকে ডেকে পাঠাল ইডি

Published by
News Desk

ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে এবার ডাক পড়ল রিলায়েন্স গ্রুপের প্রধান শিল্পপতি অনিল আম্বানির। তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে পাঠিয়েছে। ইয়েস ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে তলব করা হয়েছে। কাগজপত্রও সঙ্গে আনতে বলা হয়েছে। সোমবার এই সমন দেওয়া হয় অনিল আম্বানিকে। তাঁকে মুম্বইতে ইডি আধিকারিকদের সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের প্রধান। শিল্পপতি হিসাবে ভারতের প্রথমসারির তালিকায় পড়েন তিনি। সেই অনিল আম্বানির নাম ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে জড়ানোয় অবাক হয়েছেন অনেকেই। এদিকে যেটুকু খবর, অনিল আম্বানি শারীরিক কারণ দেখিয়ে ইডি-র মুখোমুখি হতে কিছুটা সময় চেয়েছেন।

রাণা কাপুরের তৈরি করা ইয়েস ব্যাঙ্ক থেকে যে বিপুল অঙ্কের ঋণ দেওয়া হয় সেখানেই গড়মিল রয়েছে বলে মনে করছে ইডি। তদন্ত শুরু হয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগে রাণা কাপুরকে গ্রেফতার করা হয়েছে। এবার ইডি সেই তালিকা তৈরি করেছে যাঁরা ইয়েস ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়েছিলেন তাঁদের। সেই তালিকায় নাম রয়েছে অনিল আম্বানিরও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Yes Bank

Recent Posts