Categories: World

ইয়েমেনে জোড়া বিস্ফোরণ, মৃত ১০

Published by
News Desk

খুশির ইদেও রেহাই দিল না সন্ত্রাসবাদীরা। ইয়েমেনে জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল ১০ সেনাকর্মীর। প্রথম বিস্ফোরণটি হয় ইয়েমেনের আদেনের আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া সেনাঘাঁটির দরজায়। সামান্য সময়ের ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণটি হয় সেনা ঘাঁটির দরজা পেরিয়ে ভিতরে ঢুকেই। ২টিই গাড়ি বোমা বিস্ফোরণ হয়।

দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে সেনা। পাশেই বিমানবন্দর থাকায় আতঙ্ক ছড়ায়। কোনও জঙ্গি সংগঠন এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। বিস্ফোরণে সেনা ঘাঁটির বেশ কিছু জায়গা ভেঙে গুঁড়িয়ে গেছে। আরও বোমা কোথাও লুকনো আছে কিনা তা খুঁজে দেখতে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে ইয়েমেন সেনা।

Share
Published by
News Desk
Tags: Yemen

Recent Posts