World

এ শহরের একটাও বাড়ি কংক্রিটের নয়, যা দিয়ে তৈরি তা শুনে বিশ্বাস হবেনা

একটা বিশাল শহর। তার একটি বাড়িও কংক্রিটের নয়। অথচ অধিকাংশ বাড়িই বহুতল। অনেক তলা লম্বা। পুরোটাই তৈরি অদ্ভুত জিনিস দিয়ে। এমন শহরও পৃথিবীতে রয়েছে।

Published by
News Desk

কাদামাটি দিয়ে তৈরি ইট। তাই দিয়েই তৈরি হয় এ শহরের সব বাড়ি। ফলে প্রতিটি বাড়ির রংই প্রায় কাছাকাছি। বাড়িগুলি কিন্তু লম্বা উঠে গেছে। কোনওটা ১০ তলা তো কোনওটা ৮ তলা, তো কোনওটা ৭ তলা। এমন নানা উচ্চতার বাড়ি রয়েছে।

এসব বাড়ি কিন্তু সামান্য কাদামাটির ইটেই দিব্যি দাঁড়িয়ে থাকে বছরের পর বছর। বাড়িগুলিকে দাঁড় করিয়ে রাখতে কোনও কংক্রিটের দরকার পড়েনা। কয়েকটা নয়, এ শহরের প্রতিটি বাড়িই এভাবে তৈরি। এর পিছনে কারণও রয়েছে।

এভাবে বাড়ি তৈরি হলে সে বাড়ি প্রবল গরমকেও রুখে দিতে পারে বাইরে। এসব বাড়ির মধ্যে অসহ্য গরম অনুভূত হবেনা এর বিশেষ ধরনের কাদামাটির ইটের দেওয়ালের জন্য।

এদিকে যেহেতু এই শহরে সারি দিয়ে সুউচ্চ অট্টালিকা দেখতে পাওয়া যায়, তাই এই শহরকে মরুভূমির ম্যানহাটন বলা হয়। এ শহরে ঘুরে বাড়িগুলির দিকে চেয়ে দেখলে মনে হবে কেউ যেন কাদামাটি লেপে বাড়িগুলি তৈরি করেছে।

ইয়েমেনের শিবাম শহরটি মরুভূমির মাঝেই অবস্থিত। এই শিবাম শহরকে ডাকা হয় মরুভূমির ম্যানহাটন বলে। এ শহরের সবচেয়ে আশ্চর্য দিক হল এর বাড়ি। এত বাড়ি। এমন প্রচুর সুউচ্চ অট্টালিকা। তবে সবগুলিই কাদামাটির ছোঁয়ায় তৈরি।

শহরটি যে প্রাচীন তাও বুঝতে অসুবিধা হয়না। শহরে ঘুরলে অনেক বাড়ির গায়ে ক্ষয়ের চিহ্ন বলে দেয় এ শহর বড়ই প্রাচীন। ইউনেস্কো একে বিশ্ব হেরিটেজের তকমা দিয়েছে।

Share
Published by
News Desk
Tags: Yemen

Recent Posts