হলুদ সাগরের নাম হলুদ হল কেন, একটি নদীর পেটে লুকিয়ে আছে এর কারণ
হলুদ সাগর বা যাকে পীতসাগর বলা হয়, সেই ইয়েলো সি-এর নাম এমন রং দিয়ে হল কেন এ প্রশ্ন মনে আসতেই পারে। যার কারণ লুকিয়ে আছে একটি নদীতে।
চিন ও কোরীয় উপকূলের মাঝে অবস্থিত ইয়েলো সি। বাংলায় অনেকেই একে পীতসাগর বা হলুদ সাগর বলে থাকেন। এখন প্রশ্ন হল এই সাগরটির নাম হলুদ সাগর হল কেন? অবশ্যই এর পিছনে বিশেষ কারণ লুকিয়ে আছে।
এই সাগর বিশেষ গুরুত্বের দাবি রাখে। প্রশান্ত মহাসাগরের সঙ্গে এটি যুক্ত। চিনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে পীত নদী বা ইয়েলো রিভার। এই নদীটি ইয়েলো সি-এ এসে মিশেছে।
এই নদীটি প্রচুর পলিমাটি বয়ে আনে নিজের সঙ্গে। তারপর যখন এসে পীতসাগরে মেশে তখন সেই পলিও মিশে যায় সমুদ্রের জলে। নদীটির বয়ে আনা পলি ও বালি, ২টিরই রং হলুদ।
নদীটি এতটাই পরিমাণে পলি এবং বালি বয়ে এনে এই সমুদ্রে ফেলে যে তার কারণে পীতসাগরের জলের রং হলদেটে হয়ে গেছে। তাই চিনের পীত নদীর একটা বড় ভূমিকা রয়েছে হলুদ সাগরের নাম হলুদ সাগর হওয়ার পিছনে। তবে শুধুই পীত নদী নয়, এছাড়াও একটি কারণ রয়েছে হলুদ সাগরের নাম হলুদ হওয়ার পিছনে।
বলা হয় গোবি মরুভূমিতে যখন ধূলিঝড় হয় তখন সেই ধূলিঝড়ের হাত ধরে প্রচুর বালি এসে মেশে এই হলুদ সাগরের জলে। যা এই সাগরের জলের রংয়ে একটা হলদেটে ভাব তৈরি করে। এসবের কারণেই এই সাগরের জলে হলুদ রং ধরে। আর সেটাই এই সাগরকে পৃথিবীর কাছে হলুদ সাগর বা ইয়েলো সি করে তুলেছে।













