Feature

১৫ হাজার বছর আগেও ছিল, বিশ্বের প্রাচীনতম খেলাটি কি

পৃথিবীর সবচেয়ে পুরনো খেলা কোনটি জিজ্ঞেস করলে মনে হতেই পারে এমন কোনও খেলা যার হয়তো এখন কোনও অস্তিত্ব নেই। কিন্তু সেটি আজও সমান জনপ্রিয়।

Published by
News Desk

১৫ হাজার ৩০০ বছর আগে যে মানুষ খেলতে জানত, তার নিদর্শন পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে ফ্রান্সের লাসকো নামে একটি গুহায়। লাসকো এমন একটি জায়গা যা তার গুহাচিত্রের জন্য প্রসিদ্ধ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যান সেখানে কেবল এই গুহাচিত্র দেখার জন্য।

সেই গুহাচিত্রই বলে দেয় তখনও খেলার চল ছিল। এমন এক খেলা যা আজও সমান জনপ্রিয়। ভারতেও বহু প্রাচীনকাল থেকেই এই খেলার প্রচলন ছিল। আজও তা সমান জনপ্রিয়।

অলিম্পিকসে এই খেলাটি ভারতের পদকের আশা জাগিয়ে রাখে। তাহলে সেই জনপ্রিয় খেলাটি কি? উত্তর হল কুস্তি। পৃথিবীর যেসব প্রাচীনতম খেলার নিদর্শন বা প্রমাণ পাওয়া গিয়েছে, তারমধ্যে সবচেয়ে পুরনো হল কুস্তি।

১৫ হাজার বছর আগেও যে এই খেলার চল ছিল তা ফ্রান্সের লাসকো-র গুহাচিত্র প্রমাণ করে দিয়েছে। গুহায় আঁকা ছবি সর্বদাই সেই সমসাময়িক সময়ের চিত্র তুলে ধরে এসেছে। ফলে অনেক প্রাচীন সময়কে আরও ভাল করে চিনতে পেরেছেন প্রত্নতাত্ত্বিকরা।

মনে করা হয় সে সময় এই জায়গার সবচেয়ে শক্তিশালী মানুষটি কে তা বেছে নেওয়ার জন্য কুস্তি হত। তা খেলার চেয়েও বেশি ছিল নিজেকে প্রমাণ করার উপায়।

সেই সমাজের সবচেয়ে শক্তিশালী পুরুষ কে তা কুস্তির হার জিত থেকেই পরিস্কার হয়ে যেত বলে মনে করেন ঐতিহাসিকদের একাংশ। তাই এই খেলাটি হারিয়ে যায়নি। বরং ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে।

Share
Published by
News Desk