National

বিশ্ব প্রেস ফ্রিডম ডে, কতটা স্বাধীন ভারতীয় সংবাদমাধ্যম

Published by
News Desk

একের পর এক সাংবাদিকদের ওপর হামলা, পরপর ইন্টারনেট খবর বন্ধ হয়ে যাওয়া। শেষ ১৬ মাসে এসব দেখেছেন ভারতীয় সাংবাদিকরা। তাঁদের ৫৪ জন পেশাবন্ধুকে আক্রমণের শিকার হতে হয়েছে। একটি বিদেশি সংস্থার খতিয়ান বলছে সাংবাদিকতার স্বাধীনতার প্রশ্নে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৬-এ। স্বাধীনতার ৬৯ বছর পার করে এটাই কী ছিল ভারতীয় সাংবাদিকতার প্রাপ্য? দেশের কোণায় কোণায় যে মানুষগুলো জীবনকে বাজি রেখে সত্য তুলে ধরার আপ্রাণ পরিশ্রম করে চলেছেন, তাঁদের স্বাধীনতা কী সত্যিই সুরক্ষিত? ২০১৭-র বিশ্ব প্রেস ফ্রিডম ডে-তে এ প্রশ্নগুলো কিন্তু রয়েই গেল।

 

Share
Published by
News Desk

Recent Posts