SciTech

৩ দেশে পরীক্ষামূলক ম্যালেরিয়ার টিকা চালু করছে ‘হু’

Published by
News Desk

মশার কামড়ে মারণব্যাধি ম্যালেরিয়ায় সারা বছরে বহু মানুষের মৃত্যু হয়। এরমধ্যে শিশুর সংখ্যা সর্বাধিক। ম্যালেরিয়াকে ঠেকাতে দীর্ঘদিন ধরেই ম্যালেরিয়ার টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। অবশেষে ওয়ার্ড হেলথ অর্গানাইজেশন বা হু প্রকাশ্যে আনতে চলেছে ম্যালেরিয়ার এই টিকা। যা আপাতত আফ্রিকার ৩টি দেশে পরীক্ষামূলকভাবে চালু করতে চলেছে তারা।

মালাউয়ি, ঘানা ও কেনিয়া, এই ৩ দেশে আগামী বছর থেকে এই টিকা চালু করছে হু। তারা জানিয়েছে, শিশুদের ইনজেকশনের মাধ্যমে এই টিকা দেওয়া হবে। সফল হলে এই টিকা প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাবে বলে আশা প্রকাশ করেছে হু। এখন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বছরে বিশ্বে প্রায় ৫ লক্ষ মানুষ প্রাণ হারান। এই প্রাণঘাতী ব্যাধি থেকে মুক্তি দিতে এই টিকা কতটা কার্যকরী হয় আপাতত সেই দিকেই চেয়ে সকলে।

Share
Published by
News Desk

Recent Posts