Health

পৃথিবীতে প্রতি ৬ জনে ১ জন একাকীত্বের শিকার, যার ফল শুনলে রাতের ঘুম উড়বে

পৃথিবীতে এত মানুষ। কিন্তু এই এত মানুষের ভিড়েও বহু মানুষ বড়ই একা। খতিয়ান বলছে প্রতি ৬ জনে ১ জন একাকীত্বের শিকার।

Published by
News Desk

পৃথিবী বড় একা হয়ে যাচ্ছে। এ সময় বড় সুখের সময় নয়। এত মানুষ চারধারে ঘুরছেন, কিন্তু সেই ভিড়ের মাঝেও ক্রমে একা হয়ে যাচ্ছেন মানুষ। আর সেই একা হওয়ার সংখ্যাটা বেড়েই চলেছে।

একাকীত্ব এক ভয়ংকর মানসিক অবসাদ ডেকে আনে জীবনে। তারই শিকার এখন পৃথিবীর ১৭ শতাংশ মানুষ। প্রতি ৬ জন মানুষের ১ জন এই একাকীত্বের যন্ত্রণায় ভুগছেন। এখানেই শেষ নয়। তার ফল হচ্ছে মারাত্মক।

এক খতিয়ান বলছে প্রতি ঘণ্টায় এমন একাকীত্বের শিকার ১০০ জন মানুষ অবসাদ থেকে চিরনিদ্রার দেশে পাড়ি দিচ্ছেন। ২০১৪ সাল থেকে ২০২৩ সালের মধ্যে একাকীত্ব গ্রাস করায় ৮ লক্ষ ৭১ হাজার মানুষ চিরতরে এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁরা বিভিন্ন বয়সের মানুষ।

একটি রিপোর্ট বলছে এমন এক পরিস্থিতির সামনে এসে পৃথিবী দাঁড়িয়েছে যেখানে এখনই প্রয়োজন সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলা। যা যে কোনও মানুষের শরীর ও মনের স্বাস্থ্যকে ভাল করবে। কমাবে একাকীত্ব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে, পৃথিবীতে সামাজিক বন্ধন যেমন হওয়া উচিত এবং যা বাস্তবে রয়েছে, তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যা ক্রমাগত মানুষকে সামাজিকভাবে একা করে দিচ্ছে। এটাই ক্রমে পৃথিবীজুড়ে মানুষকে একাকীত্বের গ্রাসে জড়িয়ে ফেলছে।

সবচেয় অবাক করা তথ্য হল ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্যে ২০.৯ শতাংশই একাকীত্বের শিকার। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে একাকীত্বের শিকার ১৭.৪ শতাংশ যুবক যুবতী। এ থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করতে দ্রুত সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk