Health

করোনা নিয়ে সুখের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা নিয়ে ২০২০ সাল থেকে জেরবার বিশ্ববাসীকে স্বস্তির কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। যা অবশ্যই বিশ্বের প্রতিটি কোণার মানুষকে অনেকটা নিশ্চিন্ত করেছে।

Published by
News Desk

২০২০ সাল থেকেই করোনা নিয়ে জেরবার বিশ্ব। বহু মানুষের মৃত্যু, কঠিন পরিস্থিতি, স্তব্ধ জীবনযাত্রা, লকডাউন, আর্থিক ক্ষতি, চাকরি হারানো এবং আরও নানা চেপে বসা সমস্যার সঙ্গে নিরন্তর লড়াই চলেছে।

করোনার প্রতিষেধক টিকা আসার পরও করোনা পিছু ছাড়েনি। লড়াই চালিয়ে গেছেন বিশ্ববাসী। কখনও কোথাও পরিস্থিতির উন্নতি হয়েছে তো ফের ঢেউ এসেছে করোনার। ফের সেই একই পরিস্থিতি, সেই উদ্বেগের জীবন।

করোনার প্রতিষেধক টিকা অনেকটাই স্বস্তি দিলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কিন্তু বারবারই জানিয়েছে করোনা বিদায় নেয়নি। ফলে করোনা সতর্কতা থেকে বেরিয়ে আসার উপায় নেই।

২০২০ সালের জানুয়ারি মাসে যে যে পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছিল হু সেই অতিমারি থেকে এবার তারা রেহাই দিল। ৩ বছর পর সেই দিনটা এল যখন হু জানাল যে করোনা আর পাবলিক হেলথ এমার্জেন্সি নয়। যা বিশ্বের মানুষকে অনেকটাই স্বস্তি দিল। অন্তত করোনার থেকে।

হু জানিয়েছে গত ১ বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে তা অনেকটাই নিম্নমুখী। প্রায় সব দেশই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাই এবার সময় এসেছে করোনাকে পাবলিক হেলথ এমার্জেন্সি-র তকমা থেকে মুক্ত করার।

তবে হু-এর তরফে এটাও পরিস্কার করা হয়েছে যে আগামী দিনে করোনা নিয়ন্ত্রণে রাখা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রস্তুত রাখা দরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts