ফাইল : বিকানের-এ করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
২০২০ সাল থেকেই করোনা নিয়ে জেরবার বিশ্ব। বহু মানুষের মৃত্যু, কঠিন পরিস্থিতি, স্তব্ধ জীবনযাত্রা, লকডাউন, আর্থিক ক্ষতি, চাকরি হারানো এবং আরও নানা চেপে বসা সমস্যার সঙ্গে নিরন্তর লড়াই চলেছে।
করোনার প্রতিষেধক টিকা আসার পরও করোনা পিছু ছাড়েনি। লড়াই চালিয়ে গেছেন বিশ্ববাসী। কখনও কোথাও পরিস্থিতির উন্নতি হয়েছে তো ফের ঢেউ এসেছে করোনার। ফের সেই একই পরিস্থিতি, সেই উদ্বেগের জীবন।
করোনার প্রতিষেধক টিকা অনেকটাই স্বস্তি দিলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কিন্তু বারবারই জানিয়েছে করোনা বিদায় নেয়নি। ফলে করোনা সতর্কতা থেকে বেরিয়ে আসার উপায় নেই।
২০২০ সালের জানুয়ারি মাসে যে যে পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছিল হু সেই অতিমারি থেকে এবার তারা রেহাই দিল। ৩ বছর পর সেই দিনটা এল যখন হু জানাল যে করোনা আর পাবলিক হেলথ এমার্জেন্সি নয়। যা বিশ্বের মানুষকে অনেকটাই স্বস্তি দিল। অন্তত করোনার থেকে।
হু জানিয়েছে গত ১ বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে তা অনেকটাই নিম্নমুখী। প্রায় সব দেশই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাই এবার সময় এসেছে করোনাকে পাবলিক হেলথ এমার্জেন্সি-র তকমা থেকে মুক্ত করার।
তবে হু-এর তরফে এটাও পরিস্কার করা হয়েছে যে আগামী দিনে করোনা নিয়ন্ত্রণে রাখা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রস্তুত রাখা দরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…