Health

কবে শেষ হবে করোনা অতিমারি, অবশেষে ইঙ্গিত দিয়ে দিল হু

করোনা অতিমারি ২ বছর পার করে ফেলেছে। এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু পর্যন্ত কোনও ইঙ্গিত দিতে পারেনি। অবশেষে তারা এতদিন পর মুখ খুলল।

Published by
News Desk

করোনা বদলে দিয়েছে গোটা পৃথিবীটাকে। অতিমারি কাকে বলে তা সামাজিক ও অর্থনৈতিকভাবে হাড়ে হাড়ে টের পেয়েছেন বিশ্ববাসী। তার ভয়ংকর প্রভাব থেকে এখনও বিশ্ব মুক্তি পায়নি।

একের পর এক ঢেউ এসেই চলেছে। আর এভাবেই কেটে গেছে ২ বছরের ওপর। আর কতদিন? কবে শেষ হবে এই অতিমারি? কবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব? এ প্রশ্ন বারবার সামনে এসেছে। মানুষ হাঁপিয়ে উঠেছেন লড়াই করতে করতে।

এতদিন হু বারবার জানিয়ে এসেছে অতিমারি এখনও পুরোদমে রয়েছে। কিন্তু এবার তারা উল্টো কথা বলল। হু এই প্রথম অতিমারি শেষের ইঙ্গিত দিয়ে দিল।

হু-এর তরফে রাশিয়ায় তাদের প্রতিনিধি ভুজনোভিক জানিয়েছেন, ২০২২ সালেই হয়তো ইতি হচ্ছে অতিমারির। যা পরিস্থিতি তাতে আর যদি নতুন করে কোনও মারণ করোনা ঢেউ আছড়ে না পড়ে তাহলে অতিমারির শেষ হবে।

তবে তিনি এও বলেছেন যে অতিমারির যদি ইতি ঘটেও তাহলেও কিন্তু করোনা শেষ হবেনা। বিশ্বকে করোনার সঙ্গেই বাঁচতে হবে। তবে করোনা থেকে সেই ঝুঁকিটা অনেক কমে যাবে। যদিও এটা একটা ইঙ্গিত মাত্র। হু-এর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

ব্রিটেন ইতিমধ্যেই করোনাকে কেন্দ্র করে যাবতীয় বিধিনিষেধ তুলে নিয়েছে। সেই একই পথে হাঁটছে বিশ্বের অনেক দেশই। ফলে সেই ২ বছর আগে ফেলে আসা করোনার নাম না জানা বিশ্বে ফের হয়তো আস্তে আস্তে ফিরতে চলেছেন বিশ্ববাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts