Health

ওমিক্রন নিয়ে বিশ্বের একটি বিশেষ অংশকে সতর্ক করল হু

ওমিক্রন ক্রমশ নতুন নতুন দেশে থাবা বসাচ্ছে। ভারতেও প্রবেশ করেছে করোনার এই নয়া স্ট্রেন। এই অবস্থায় বিশ্বের একটি অংশকে আলাদা করে সতর্ক করল হু।

Published by
News Desk

ওমিক্রন ছড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নতুন দেশে এই করোনা স্ট্রেনে আক্রান্তের খোঁজ মিলেছে। ফলে দীর্ঘ হচ্ছে আক্রান্তের দেশের সংখ্যা। যে তালিকায় ভারতও প্রবেশ করেছে।

এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বিশ্বের একটি বিশেষ অংশের দেশগুলিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিল। তাদের টিকাকরণে গতি আনা এবং প্রয়োজনীয় বন্দোবস্ত তৈরি রাখার পরামর্শ দিয়েছে হু।

হু-এর তরফে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলিকে বিশেষ করে সতর্ক করা হয়েছে। ফলে সে তালিকায় যেমন থাকছে পূর্ব এশিয়ার দেশগুলি, তেমনই থাকছে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি। এমনকি প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত দ্বীপরাষ্ট্রগুলিও সেই তালিকায় পড়ছে।

ইতিমধ্যেই এশিয়ার ভারত, মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবে ওমিক্রন সংক্রমণের খবর মিলেছে।

প্রতি ঘণ্টায় নতুন করে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় এশিয়া প্যাসিফিক দেশগুলিকে বিশেষভাবে সতর্ক করেছে হু।

সেইসঙ্গে হু-এর তরফে জানানো হয়েছে, ওমিক্রন নিয়ে বিশ্ববাসী আতঙ্কিত। তবে আগের মতই তার মুখোমুখি হয়ে লড়ে জিততে হবে সকলকে। এজন্য করোনাবিধি মেনে চলা জরুরি।

২০২২-এ যাতে করোনাকে পিছনে ফেলে সকলে সুস্থভাবে স্বাভাবিক জীবনে ও কাজে ফিরতে পারা যায় সে লক্ষ্যে ছোটার আহ্বান জানান হু-এর ওয়েস্টার্ন প্যাসিফিকের আঞ্চলিক ডিরেক্টর তাকেসি কাসাই। এদিকে ওমিক্রন রুখতে ইতিমধ্যেই বিভিন্ন দেশ কড়া ব্যবস্থা গ্রহণের পথে হাঁটছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts