Health

এই মুহুর্তে বুস্টার ডোজকে স্ক্যান্ডাল বলে তোপ দাগলেন হু প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর চোখে বর্তমানে তথাকথিত ধনী দেশগুলির কোভিড বুস্টার ডোজ একটি স্ক্যান্ডাল ছাড়া আর কিছু নয়। এটা এদিন স্পষ্ট করে দিলেন হু প্রধান।

Published by
News Desk

ফের একবার বিশ্বের ধনী দেশগুলির প্রতি তোপ দাগলেন হু প্রধান টেডরস এধেনম গেব্রিয়েসস। এক সাংবাদিক সম্মেলনে তিনি বর্তমানে বিশ্বজুড়ে টিকা প্রদানের পরিস্থিতির প্রেক্ষিতে করোনা প্রতিষেধক টিকার বুস্টার ডোজকে একটি স্ক্যান্ডাল বলে ব্যাখ্যা করেছেন।

হু প্রধান সাফ জানিয়েছেন, বিশ্বে করোনা প্রতিষেধক টিকা প্রদানের ক্ষেত্রে চরম বৈষম্য রয়েছে। যেখানে অনেক ধনী দেশে করোনা প্রতিষেধক টিকা প্রদান জোরকদমে চলছে সেখানে বিশ্বের অনেক দরিদ্র দেশের মানুষ এখনও প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন। তাঁরা প্রথম ডোজ কবে পাবেন তাই জানা নেই। অথচ ধনী দেশগুলি এখন করোনা প্রতিষেধকের বুস্টার ডোজ মজুত করতে শুরু করেছে।

টিকা প্রদান শুরুর পর থেকেই হু এটা বলে আসছিল যে করোনা প্রতিষেধক টিকা যাতে দরিদ্র দেশগুলিও পাওয়ার সমান সুযোগ পায় সেদিকে নজর রাখতে হবে বিশ্বের ধনী দেশগুলিকে। তাদেরই এগিয়ে এসে দরিদ্র দেশে করোনা প্রতিষেধক টিকা পাঠানোর বন্দোবস্ত করতে হবে। যাতে বিশ্বের সব মানুষ করোনা প্রতিষেধক টিকা পেতে পারেন।

কিন্তু তাতে যে চরম বৈষম্য রয়েছে তা বারবার মনে করিয়েছে হু। এদিন হু প্রধান যে ক্ষোভ উগরে দিলেন তা সেই সরণী বেয়েই সামনে এল।

হু প্রধান আরও বলেন, বিশ্বের তথাকথিত স্বাস্থ্যবান মানুষদের করোনা প্রতিষেধক টিকার বুস্টার ডোজ দেওয়া কি এখনই খুব দরকার, যেখানে বিশ্বে এখনও অনেক বৃদ্ধ মানুষ, স্বাস্থ্যকর্মী বা অন্য শারীরিক সমস্যা সম্পন্ন মানুষ করোনা প্রতিষেধক টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষা বসে আছেন!

প্রসঙ্গত বিশ্বে করোনা প্রতিষেধক টিকা না পাওয়ার তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে আফ্রিকা। আফ্রিকার অনেক দেশেই করোনা প্রতিষেধক টিকা এখনও অমিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts