World

দেশে একজনও করোনা আক্রান্ত নেই, এমন দাবিকে খোলাখুলি চ্যালেঞ্জ করল হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সাধারণভাবে কোনও দেশকে চ্যালেঞ্জ করছে এমনটা দেখা যায়না। এই প্রথম হু কোনও দেশের দাবিকে খোলাখুলি চ্যালেঞ্জ করল।

Published by
News Desk

তাদের দেশে একজনও করোনা সংক্রমিত নেই। এই দাবি উত্তর কোরিয়াকে করতে দেখা গেছে। এবার এই দাবি করল তুর্কমেনিস্তান। যা কার্যত মেনে নিতে পারল না হু।

কোনও দেশের দাবিকে সাধারণত চ্যালেঞ্জ করতে যায়না হু। তারা তাদের পর্যবেক্ষণ বা বক্তব্য তুলে ধরে। এবার সরাসরি তুর্কমেনিস্তানকে চ্যালেঞ্জ করল হু।

হু-এর একজন সিনিয়র আধিকারিক ক্যাথরিন স্মলউড খোলাখুলি জানিয়েছেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা অসম্ভব যে করোনা ভাইরাস তুর্কমেনিস্তানে ছড়িয়ে পড়েনি। এটা হু-এর প্রথম প্রকাশ্যে কোনও দেশের দাবিকে চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

ফাইল : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হু এটাও পাল্টা দাবি করেছে যে তুর্কমেনিস্তানে ক্রমশ করোনা রোগী বাড়ছে। কিন্তু তা বাড়ছে অনানুষ্ঠানিক ভাবে। যা প্রকাশ করা হচ্ছেনা।

বিশেষজ্ঞেরাও দাবি করেছেন যে তুর্কমেনিস্তানের করোনা সংক্রান্ত সরকারি তথ্য অবিশ্বাস্য। তুর্কমেনিস্তানের ক্ষমতাসীন সরকার অত্যন্ত স্বৈরাচারী বলেও দাবি করেছেন ইউরোপ ও মধ্য এশিয়ার মানবাধিকার পর্যবেক্ষণের ডেপুটি ডিরেক্টর ব়্যাচেল ডেনবার।

ব়্যাচেল খোলাখুলিই জানিয়েছেন যে তথ্য চেপে দেওয়া ও যাঁরা তা প্রকাশ্যে আনার চেষ্টা করবেন তাঁদের শাস্তি দেওয়া তুর্কমেনিস্তান সরকারের পুরনো অভ্যাস। হু-এর আধিকারিকদের সঠিক তথ্য দেওয়া হচ্ছেনা তুর্কমেনিস্তানের তরফে বলেও দাবি করা হয়েছে।

অনেকের মতে, সমস্যার সঙ্গে লড়াই করাই সম্ভব হবেনা যদি তা ঠিকমত খতিয়ে দেখা না হয়। আর সেটাই তুর্কমেনিস্তান সরকার করছে বলে দাবি করেছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts