Health

ভারতীয়দের জন্য খুশির দিন, অবশেষে হু-র মান্যতা পেল কোভ্যাক্সিন

ভারতের তৈরি প্রথম করোনা প্রতিষেধক টিকা কোভ্যাক্সিন ভারতীয়দের দেওয়া চলছে প্রথম থেকেই। কিন্তু অনেক লড়াইয়ের পর এতদিনে তাকে মান্যতা দিল হু।

Published by
News Desk

করোনা প্রতিষেধক টিকা তৈরির জন্য রাতদিন এক করে যখন গোটা বিশ্ব লড়াই চালাচ্ছিল, তখন পিছিয়ে ছিলনা ভারতও। ভারতের ভারত বায়োটেক সংস্থা তৈরি করে ভারতের তৈরি প্রথম করোনা প্রতিষেধক ভ্যাক্সিন কোভ্যাক্সিন। সেই টিকা ভারতে মান্যতা পেয়ে প্রথম থেকেই টিকাকরণের একটা বড় চাহিদা পূরণ করছে।

কিন্তু কোভ্যাক্সিন ভারতে প্রদান করা চললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোভ্যাক্সিনকে মান্যতা দিচ্ছিল না। ভারত বার বার আবেদন করলেও বিভিন্ন কাগজপত্র চেয়ে পাঠাচ্ছিল হু।

অবশেষে ভারতের সেই লড়াই শেষ হল। কোভ্যাক্সিনকে মান্যতা দিল হু। ফলে বিশ্বের করোনা প্রতিষেধক টিকার প্রথম সারিতে কোভ্যাক্সিনও জায়গা করে নিল।

কোভ্যাক্সিনকে হু মান্যতা দেওয়ার আগেই অবশ্য অস্ট্রেলিয়া, এস্তোনিয়া সহ মোট ৭টি দেশ কোভ্যাক্সিনের ২টি ডোজ সম্পূর্ণ করা মানুষজনকে তাদের দেশে ঢোকার ক্ষেত্রে ছাড়পত্র দিয়ে দেয়।

এদিকে হু-এর কাছে কোভ্যাক্সিনকে মান্যতা দেওয়ার তদ্বির ভারতের তরফে চলতে থাকে। কোভ্যাক্সিনকে মান্যতা দেওয়াটা ভারতের জন্য একটা বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

হু এদিন কোভ্যাক্সিনকে মান্যতা দেওয়ার অর্থ দাঁড়াল বিশ্বের সব দেশেই এখন কোভ্যাক্সিন মান্যতা পেয়ে গেল। ফলে কেউ যদি কোভ্যাক্সিনের ২টি ডোজ সম্পূর্ণ করার পর অন্য কোনও দেশে যান, তাহলে তাঁকে আর সেখানে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

এখন অন্যদেশ থেকে কোনও দেশে গেলে মান্যতা প্রাপ্ত টিকা ছাড়া অন্য কোনও টিকার ২টি ডোজ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে নিভৃতবাসের সময় কাটিয়ে তবেই সেই দেশে প্রবেশ করতে হচ্ছে। সেই সমস্যা কেটে গেল কোভ্যাক্সিন নেওয়া মানুষজনের ক্ষেত্রে। এতে সবচেয়ে বেশি উপকৃত হলেন ভারতীয়রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts