Health

হু প্রধানই এবার চলে গেলেন কোয়ারেন্টিনে

করোনাকালে হু প্রধান টেডরস এধেনম গেব্রিয়েসস-কে কার্যত সকলেই চিনে গিয়েছিলেন। সেই হু প্রধানই এবার চলে গেলেন কোয়ারেন্টিনে। তিনি নিজেই সে কথা জানিয়েছেন।

Published by
News Desk

জেনেভা : করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই হু একটি গাইডলাইন সকলকে মেনে চলার পরামর্শ দিচ্ছে। হাত ধোওয়া, মুখে মাস্ক বা ২ জনের মধ্যে দূরত্ব রেখে চলার পাশাপাশি হু বারবার মনে করিয়ে দিয়েছে যদি কেউ করোনা সংক্রমণের শিকার হন তাহলে তিনি যেন নিজেকে আলাদা করে নেন। চিকিৎসকের পরামর্শ নেন। সেইসঙ্গে সংক্রমণের শিকার কোনও ব্যক্তির সংস্পর্শে আশা মানুষজনকে দ্রুত চলে যেতে হবে কোয়ারেন্টিনে। নিজেকে আলাদা করে নিতে হবে সকলের থেকে।

হু প্রধানের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে বলে জানিয়েছেন গেব্রিয়েসস। তিনি টুইট করে জানিয়েছেন তিনি এমন একজনের সংস্পর্শে এসেছিলেন যাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে। তাই তিনি সেলফ কোয়ারেন্টিনে চলে গেছেন।

হু গাইডলাইন তাই বলছে। তাই তা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। হু-এর গাইডলাইন মেনে চললে করোনা চেন ভাঙা, সংক্রমণ কমিয়ে আনা সম্ভব বলেও জানান টেডরস এধেনম গেব্রিয়েসস।

গেব্রিয়েসস জানিয়েছেন তিনি আপাতত বাড়ি থেকেই কাজ করবেন। কোয়ারেন্টিনে থাকবেন। তবে তিনি এও জানিয়েছেন তাঁর কোনও উপসর্গ নেই। তিনি ভাল আছেন। কেবল মেনে চলছেন গাইডলাইন।

হু প্রধান জানিয়েছেন তিনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-তে তাঁর সঙ্গে কর্মরত সকলেই মানুষের জীবন রক্ষা করতে কাজ করে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোয়ারেন্টিনের গুরুত্ব সকলকে বোঝানোর চেষ্টা করেছে।

বিশ্বে এখনও দাপটে বজায় রয়েছে করোনা। ইউরোপে নতুন করে করোনার দাপট শুরু হয়েছে। ফ্রান্সে চলছে লকডাউন। ব্রিটেনেও শুরু হয়ে যাচ্ছে লকডাউন। ক্রমে সেই পুরনো লকডাউন পরিস্থিতি ফিরে আসছে।

করোনা নতুন করে হুহু করে ছড়াতে শুরু করেছে। আমেরিকাতেও একই পরিস্থিতি। সেখানেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। তবে শুধু ইউরোপ বা আমেরিকা বলেই নয়, সারা বিশ্ব জুড়েই করোনা ছড়াচ্ছে দ্রুত গতিতে।

সারা বিশ্বের এখনও পর্যন্ত ৪ কোটি ৬৯ লক্ষ মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ১২ লক্ষের ওপর মানুষের। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৭ লক্ষের মত মানুষ। আপাতত গোটা বিশ্বই টিকার অপেক্ষায় দিন গুনছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts