Health

কাদের থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা কম, জানাল হু

করোনা সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু এরমধ্যেও কাদের থেকে সংক্রমণের সম্ভাবনা কম তা জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

Published by
News Desk

নয়াদিল্লি : করোনা যে অতি মাত্রার একটি ছোঁয়াচে রোগ তা এখন সকলের জানা। সেজন্যই সামাজিক দূরত্ব থেকে মাস্ক, সবদিক থেকে চেষ্টা চলছে করোনা রোগী থেকে অন্যদের বাঁচানোর। করোনা সংক্রমণের শিকার মানুষের কারও রয়েছে, জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথার মত উপসর্গ। কেউ আবার করোনা সংক্রমিত কিন্তু উপসর্গহীন। এমনকি তাঁরও জানা নেই যে তিনি করোনা বহন করছেন। এতটা ছোঁয়াচে হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কিন্তু জানিয়ে দিল কাদের থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা কম।

হু জানিয়েছে যাঁরা উপসর্গহীন, কিন্তু করোনা বহন করছেন শরীরে তাঁদের থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক কম। হু এও জানিয়েছে যে উপসর্গহীনদের ক্ষেত্রে যথেষ্ট তথ্য তাদের হাতে এখনও নেই। কিন্তু তাদের সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে পাওয়া কন্টাক্ট ট্রেসিং-এর খতিয়ান থেকে তারা বুঝতে পারছে যে উপসর্গহীনদের থেকে করোনা সংক্রমণ হচ্ছে কম। তুলনায় যাঁদের উপসর্গ রয়েছে তাঁদের থেকে অনেক বেশি ছড়াচ্ছে সংক্রমণ।

হু বলছে এখনও পর্যন্ত তারা যে ডেটা পর্যালোচনা করে দেখেছে তাতে উপসর্গহীন করোনা বহনকারীর থেকে অন্য কারও মধ্যে করোনা সংক্রমণ প্রায় দেখাই যাচ্ছেনা। চিনে একটি পরীক্ষা করে দেখা গেছে যে ৬৩ জন উপসর্গহীনের মধ্যে মাত্র ৯ জন অন্যের দেহে করোনা সংক্রমিত করেছেন। তবে উপসর্গহীনদের পাশাপাশি যাঁদের সামান্য উপসর্গ রয়েছে বা যাঁরা উপসর্গ ফুটে বার হওয়ার আগের পর্যায়ে আছেন তাঁদের থেকে সংক্রমণের বিষয়টিও খতিয়ে দেখছে হু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts