Sports

কার্লসেনকে বাগে পেয়েও সুযোগ হাতছাড়া করলেন কারুয়ানা

Published by
News Desk

বিশ্ব দাবার আসরে এই প্রথম বোধহয় স্নায়ুর চাপ উপলব্ধি করলেন কার্লসেন। হবে নাই বা কেন! প্রায় হারতে হারতে বাঁচা! সেকি কম কথা! লন্ডনে বসা বিশ্ব দাবার আসরে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন ও চ্যালেঞ্জার কারুয়ানার পঞ্চম ম্যাচ নিরুত্তাপ ড্র দিয়ে শেষ হওয়ার পর ষষ্ঠ ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন কার্লসেন। এই প্রথম এই মঞ্চে ই৪ দিয়ে শুরু করলেন তিনি। পেট্রোফ ডিফেন্সের ম্যাচে কিন্তু মিডল গেমে কার্লসেনকে প্রবলভাবে কোণঠাসা করে ফেলেন কার্লসেন। ৪১ তম চালে একটি বড়ে বেশি হয়ে যায় কারুয়ানার। কার্লসেনের ডি পন খেয়ে নেওয়াই নয়, সেইসঙ্গে ডি ফাইলে একটি পাসার পনও পেয়ে যান তিনি।

এই অবস্থায় কোণঠাসা কার্লসেনের জন্য ড্রয়ের জন্য আপ্রাণ লড়াই ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিলনা। এরপর আবার একটি ঘোড়াও বেশি হয়ে যান কারুয়ানা। তবে তার বিনিময়ে কার্লসেন ৩টি বড়ে বেশি হয়ে যান। কিং ও কুইন সাইড, ২ দিকেই পাসার পন বার করার সুযোগ তৈরি হয় তাঁর জন্য। তবে সেটা খাতায় কলমে। বিপক্ষের একটি ঘোড়া বেশি থাকলে এ সুযোগ বড় একটা মেলেনা। এরপর যে মাইনর পিস এন্ড গেম বোর্ডে দেখা যায় তা কার্যতই চোখ জুড়ানো। শিক্ষানবিশ দাবাড়ুদের জন্য একটা লেসনও বটে। কারুয়ানা অ্যাডভান্টেজ কাজে লাগাতে না পারার পর অবশ্য ভুল করেননি কার্লসেন। দুর্দান্ত এন্ড গেমে খেলা ড্র করান তিনি। ৬ ম্যাচের পর ২ জনের পয়েন্ট দাঁড়াল ৩-৩। ৬টি ম্যাচের ৬টিই ড্র। তবে কী সপ্তম গেমেও সাদা ঘুঁটি নিয়ে শুরু করতে চলা কার্লসেন পাল্টা ম্যাজিক দেখাবেন। অপেক্ষায় দাবা বিশ্ব।

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts