Sports

চতুর্থ ম্যাচও ড্র, প্রকাশ্যে কারুয়ানার অনুশীলন তথ্য

Published by
News Desk

লন্ডনে বিশ্বদাবার চতুর্থ ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ যত না ছিল তার চেয়েও অন্য একটি বিষয়ে অনেক বেশি উত্তেজনার পারদ চড়েছে দাবা বিশ্বে। তা হল একটি ভিডিও। যেখানে কারুয়ানার কিছু বিশ্বদাবার জন্য অনুশীলনের ছবি উঠে এসেছে। যেখানে এমনও দেখা গেছে সাদা ই-৪ বা ডি-৪ দিলে তার প্রত্যুত্তর কেমন হবে! আর বিশ্বদাবা চলাকালীন এমন ভিডিও সামনে আসতেই গোটা দাবা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়।

যদিও চতুর্থ ম্যাচে না ই-৪, না ডি-৪ দিয়ে শুরু করেন কার্লসেন। তিনি সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং করেন। যেখানে ফোর নাইটস খেলা দিয়ে শুরু হয়। তারপর যে খেলা ৩৪ চাল অবধি চলে তা ছিল কার্যতই কপিবুক। যাঁরা দাবা খেলেন তাঁদের মনে হতেই পারে এমন চাল তো চেনা। এর পর তো এটাই দেওয়া নিয়ম! ফলে চতুর্থ ম্যাচে ২ প্রতিদ্বন্দ্বীকেই তেমন জেতার জন্য মরণ কামড় বা নভেলটি দিতে দেখা গেল না। চমকহীনভাবেই ড্র হল চতুর্থ ম্যাচ।

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts