Sports

কার্লসেনকে অনুশীলনের ম্যাজিক দেখালেন কারুয়ানা

Published by
News Desk

বিশ্ব দাবা প্রতিযোগিতার প্রথম গেমে চাপে পড়ে ম্যারাথন লড়াই করে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনের বিরুদ্ধে খেলা ড্র করেছিলেন আমেরিকার ফাবিয়ানো কারুয়ানা। দ্বিতীয় ম্যাচে আশ্চর্য প্রত্যাবর্তন করলেন তিনি। নরওয়ের কার্লসেনকে দেখিয়ে দিলেন তিনি এই প্রতিযোগিতার জন্য কতটা তৈরি! আর বুঝিয়ে দিলেন তাঁকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের তকমা ধরে রাখার লড়াইটা কার্লসেনের জন্য বড় একটা সহজ হবে না।

দ্বিতীয় গেমে কার্লসেন সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন। সাদা ঘুঁটির সুযোগ কিন্তু একেবারেই কাজে লাগাতে পারেননি তিনি। বরং শুরু থেকে খুব বেশি সময় নষ্ট না করেই চাল দিতে থাকেন কারুয়ানা। রীতিমত আত্মবিশ্বাসের সঙ্গে খেলে কার্লসেনকেই বরং চাপে ফেলে দেন তিনি। একসময়ে কার্লসেনের একটি পন কম ছিল। যদিও খেলা শেষ পর্যন্ত টেনে না গিয়ে একটা সময়ের পর ড্র মেনে নেন ২ পক্ষ। ফলে বিশ্ব দাবার প্রথম ২টি ম্যাচের শেষে কার্লসেন-১, কারুয়ানা-১।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk