Business

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ থেকে আচমকা ইস্তফা

Published by
News Desk

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে তাঁর মেয়াদ শেষ হতে এখনও ৩ বছর বাকি। তার আগে আচমকাই ওই পদ থেকে ইস্তফা দিলেন জিম ইয়ং কিম। একটি নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগের বেসরকারি সংস্থায় যোগ দিতেই তাঁর এই ইস্তফা বলে বিশ্ব ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। ২০১২ সালে কিমকে বিশ্ব ব্যাঙ্কের প্রধান করে নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু নিছক একটি বেসরকারি সংস্থায় যোগ দিতেই কী বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন কিম? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে। যদিও ইস্তফা দেওয়ার পর এই পদে থাকার জন্য তিনি গর্বিত বলেই জানিয়েছেন।

প্রসঙ্গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব ব্যাঙ্ক চালিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হতেন একজন মার্কিন নাগরিকই। তাঁকে বাছতেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ বিশ্ব ব্যাঙ্কে সবচেয়ে বড় অংশীদারি রয়েছে আমেরিকার। সেই প্রথায় ছেদ ঘটান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি কিমকে ২০১২ সালে তুলে আনেন। যিনি জন্মেছেন দক্ষিণ কোরিয়ার সিওলে। আর বড় হয়েছে লোয়ায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts