Business

১ নম্বরে অন্ধ্রপ্রদেশ, ১০ নম্বরে পশ্চিমবঙ্গ

Published by
News Desk

ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যবসা করা যায় সবচেয়ে নিশ্চিন্তে। ব্যবসা করতে চাইলে প্রয়োজনীয় সবকিছু মেলে সহজে। তারই হিসেব নিকেশ চালাচ্ছিল বিশ্ব ব্যাঙ্ক ও ডিআইপিপি। সেই হিসেবের শেষে বার হল ফল। আর তাতে প্রথম স্থান অধিকার করল অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ পেয়েছে ৯৮.৪২ শতাংশ নম্বর। আর তার জেরেই প্রথম স্থান অধিকার করেছে তারা। ৯৫ শতাংশের বেশি পেয়েছে মোট ৯টি রাজ্য। ২ নম্বরে রয়েছে একসময়ে অন্ধ্রপ্রদেশেরই অংশ তথা বর্তমানে পৃথক রাজ্য তেলেঙ্গানা। ৩ নম্বরে হরিয়ানা। ৪ নম্বরে ঝাড়খণ্ড। ৫ নম্বর স্থান পেয়েছে গুজরাট। এরপর রয়েছে ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, কর্ণাটক ও রাজস্থান।

একটুর জন্য ৯৫ শতাংশের ক্লাবে জায়গা হয়নি পশ্চিমবঙ্গের। তাদের প্রাপ্ত নম্বর ৯৪.৭০ শতাংশ। ফলে দশম রাজ্য হিসাবে তালিকায় জায়গা হয়েছে এ রাজ্যের। ০ নম্বর পেয়ে শেষ ৩-এ রয়েছে মেঘালয়, লাক্ষাদ্বীপ ও অরুণাচল প্রদেশ।

Share
Published by
News Desk