আইসক্রিম, প্রতীকী ছবি
মায়ের ওপর রেগে গিয়েছিল শিশুটি। এতটাই রেগে গিয়েছিল যে মাকে তখন সে জেলে পুরতে চায়। এটাই মায়ের শাস্তি। সে শাস্তি যে পুলিশ দিতে পারে তা জানত বাচ্চাটি। এও জানত যে কত নম্বরে ফোন করলে পুলিশের কাছে ফোন যায়।
তাই রেগে সটান সেই নম্বরে ফোন করে বসে সে। পুলিশের তরফে ফোন ধরলে সে জানায় তার মা খুব খারাপ। তার মা তার সব আইসক্রিম খেয়ে নিয়েছে। তাই সে চায় মাকে যেন পুলিশ ধরে নিয়ে যায়। তারপর জেলে বন্দি করে রাখে।
৪ বছরের এক শিশুর কাছ থেকে এটা শোনার পর কিন্তু পুলিশ বিষয়টিকে উড়িয়ে দেয়নি। বরং ২ মহিলা পুলিশ আধিকারিক ওই শিশুর বাড়িতে এসে হাজির হন।
শিশুটির বাড়িতে আসার পর তার কাছে যখন তাঁরা কি হয়েছে জানতে চান, তখন শিশুটির মায়ের ওপর রাগ একটু কমেছে। তাই সে তখন তার দাবি বদল করে। জানায় মায়ের অতটা শাস্তি সে চায়না। বরং চায় তার আইসক্রিম ফেরত পেতে। তাহলেই হবে। মাকে ধরে নিয়ে যাওয়ার দরকার নেই।
ওই ২ পুলিশ আধিকারিক তখনকার মত ফিরে গেলেও পরদিন ফিরে আসেন। সঙ্গে নিয়ে আসেন শিশুটির জন্য আইসক্রিম। যা পেয়ে বেজায় খুশি হয় ওই ৪ বছরের শিশু। জানায় মায়ের ওপরও তার আর কোনও রাগ নেই। ঘটনাটি ঘটেছে আমেরিকার উইসকনসিন-এ।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…