World

সাঁতরে পালাল বেকাবু ঘোড়া, মালিক বললেন কেউ ধরতে যাবেননা

সাঁতরে পালাল একটি ঘোড়া। রাস্তা দিয়ে তাকে ছুটতেও দেখা গেল। তবে তার মালিক সাধারণ মানুষকে জানালেন কেউ যেন ঘোড়াটিকে ধরার চেষ্টা না করেন।

Published by
News Desk

ঘোড়াটা ছিল আস্তাবলেই। কিন্তু কোনওভাবে সে বেড়িয়ে পড়ে সেখান থেকে। তারপর সকলের নজর এড়িয়ে রাস্তায় চলে আসে। রাস্তায় আসার পর সে যেন মুক্তি পেয়েছে এমন করে ছুটতে শুরু করে।

রাস্তা তো তার চেনা নয়। তাই এ রাস্তা ও রাস্তায় ছুটতে থাকে সে। উদভ্রান্তের মত ছুটতে ছুটতে একটা সময় একটি নদীর মত জলভাগের সামনে এসে পৌঁছয়।

জল থেকে দূরে থাকা দূর তখন পালানোর নেশায় সে লাফিয়ে পড়ে জলে। সাঁতার কেটে ওঠে অন্য পাড়ে। সেখানে পাড়ে উঠেও তার ছোটা থামেনি।

একটা ঘোড়া এভাবে রাস্তা দিয়ে ছুটে বেড়াচ্ছে তা সকলেরই নজরে পড়ে। এদিকে ঘোড়া যে পালিয়েছে সে খবরও তার মালিকের জানতে বাকি ছিলনা। তিনি দ্রুত বার্তা দেন কেউ যেন ঘোড়াটিকে পাকড়াও করার চেষ্টা না করেন। তাহলে বিপদ হতে পারে।

কারণ যে ঘোড়াটি পালিয়েছে তা মুস্টাঙ্গ ঘোড়া। যাদের মূলত বন্য ঘোড়া হিসাবে দেখা হয়। আমেরিকায় এই ঘোড়ার চল যথেষ্ট।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমের রাজ্য উইসকনসিন প্রশাসনের আধিকারিকরা এক বিশেষজ্ঞের সাহায্যে অবশেষে বেকাবু ঘোড়াটিকে লাগাম পরান। তাকে আস্তাবলে রাখা হয়। যদিও বিষয়টি রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি করে গোটা এলাকায়।

উইসকনসিনের গ্রিন বে-তে এই ঘটনা ঘটে। ঘোড়ার সাঁতার কেটে পালানোর চেষ্টা যথেষ্ট চর্চিত হচ্ছে এলাকায় জুড়ে। প্রসঙ্গত মুস্টাঙ্গ ঘোড়ারা এখন আমেরিকায় দেখা যায় ঠিকই, কিন্তু সেগুলি আদতে স্পেনের ঘোড়া।

Share
Published by
News Desk

Recent Posts