Categories: Sports

উইম্বলডনে ইন্দ্রপতন, হার ফেডেরারের

Published by
News Desk

উইম্বলডনের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হল টেনিস দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রজার ফেডেরারকে। অবিশ্বাস্য হলেও এদিন লন্ডনের সবুজ গালিচায় এমনই এক অসম্ভবকে সম্ভব করে দেখালেন মিলোস রাওনিচ। এদিন খেলা শুরুতে দাপটে খেলতে শুরু করেন রজার। শুরুতে দেখে দর্শকরা ধরেই নিয়েছিলেন অক্লেশে ফাইনালে পৌঁছে যাবেন ফেডেরার। পাঁচ সেটের ম্যাচে ২-১-এ এগিয়েও ছিলেন তিনি। শেষ ২টি সেটের একটি জিততে পারলেই ফাইনালের টিকিট পাকা হয়ে যেত তাঁর। কিন্তু তখনই ঘুরে দাঁড়ান রাওনিচ।

শেষ দুটি সেটে ফেডেরারকে ৫-৭ ও ৩-৬ সেটে হারিয়ে ইতিহাস গড়েন তিনি। বিশেষজ্ঞরা বলছেন কানাডার রাওনিচের এই জয়ের পিছনে রয়েছে তাঁর অবিশ্বাস্য পাওয়ার সার্ভিস। যা অবশেষে রজার ফেডেরারের মত মহাতারকাকেও উইম্বলডন থেকে ছিটকে দিল।

Share
Published by
News Desk