Sports

উইম্বলডনে স্বপ্নভঙ্গ সেরেনার, নতুন তারকা পেল টেনিস দুনিয়া

Published by
News Desk

উইম্বলডনে স্বপ্নভঙ্গ হল সেরেনা উইলিয়ামসের। অন্যদিকে মহিলা সিঙ্গলসে নতুন এক নক্ষত্রের উদয় হল টেনিস দুনিয়ায়। শনিবার টেনিস দুনিয়ার সবচেয়ে সম্মানের গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন সিমোনা হালেপ। এদিন কার্যত সেরেনাকে দাঁড়াতেই দেননি তিনি। স্ট্রেট সেটে হারিয়ে দেন। ৬-২, ৬-২ ফলে স্ট্রেট সেটে এমন ভয়ংকর পরাজয় সেরেনার জীবনে বড় একটা হয়নি। জিততেই অভ্যস্ত তিনি। টেনিস দুনিয়ায় মহিলা কিংবদন্তি তিনি। সেই সেরেনাকে এদিন কোর্টে কার্যত গোহারান হারালেন হালেপ।

হালেপের হাতে উঠল উইম্বলডন খেতাব। যা চিরকাল একজন টেনিস খেলোয়াড়ের স্বপ্ন হয়ে থাকে। একদিন তিনি জিতবেন উইম্বলডন। মহিলা সিঙ্গলস জয়ের বিশাল ডিশটি হাতে নিয়ে যে ছবি হালেপের উঠল তা তাঁর সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। এদিন হালেপের যে ফর্ম এবং দক্ষতা সকলে দেখলেন তাতে হয়তো তিনিও একদিন কিংবদন্তি হয়ে উঠতে পারবেন বলে মনে করছেন টেনিস তারকারা।

এদিন হেরে সেরেনার জন্য ২৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতা মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়া অধরাই রয়ে গেল। অন্যদিকে ৮ বার উইম্বলডন জেতাও আপাতত অধরা থাকল তাঁর। ২০০২ সালে দিদি ভেনাসকে হারিয়ে প্রথম উইম্বলডন। তারপর ৭ বার উইম্বলডন জিতেছেন এই মার্কিন টেনিস তারকা। অন্যদিকে হালেপ হলেন রোমানিয়ার প্রথম মহিলা টেনিস খেলোয়াড় যিনি উইম্বলডন জিতলেন। সেদিক থেকেও হালেপ ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন।

Share
Published by
News Desk

Recent Posts