Categories: Sports

উইম্বলডন জিতে স্টেফির রেকর্ড ছুঁলেন সেরেনা

Published by
News Desk

মেয়েদের সিঙ্গলস উইম্বলডন খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস। শনিবার ফাইনালে অ্যাঞ্জেলিক কারবারকে স্ট্রেট সেটে হারিয়ে দেন সেরেনা। খেলার ফল ৭-৫, ৬-৩। তিন সেটের খেলায় দু’সেট পরপর জেতায় তৃতীয় সেট খেলারই দরকার পড়েনি। এই নিয়ে সপ্তমবারের জন্য উইম্বলডনের খেতাব জিতলেন সেরেনা।

তবে এদিন শুধু খেতাব জেতাই নয়, টেনিস দুনিয়ায় স্টেফি গ্রাফের এতদিনের অটুট রেকর্ড এদিন ছুঁয়ে ফেলেছেন সেরেনা। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড এতদিন ছিল স্টেফির ঝুলিতে। এদিন উইম্বলডন জেতার পর সেই ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতার কৃতিত্ব অর্জন করলেন সেরেনাও। ফলে স্টেফির রেকর্ড এদিন ছুঁয়ে ফেললেন সেরেনা।

Share
Published by
News Desk