উইম্বলডনে সমীর বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
নাম সমীর বন্দ্যোপাধ্যায়। খাঁটি বঙ্গ সন্তান তা বুঝতে অসুবিধা হয়না। তবে প্রবাসী। থাকেন নিউ জার্সিতে। শুধু থাকেন নয়, মার্কিন মুলুকেরই নাগরিক এই ১৭ বছরের প্রতিভাবান তরুণ। যাঁর টেনিস প্রতিভা গোটা বিশ্বকে চমকে দিয়েছে।
উইম্বলডনের মত টেনিসের অন্যতম সেরা প্রতিযোগিতার জুনিয়র বিভাগে সমীর ফাইনালে পৌঁছে গেছেন। ফ্রান্সের প্রতিপক্ষ সাসচাকে প্রায় ২ ঘণ্টার লড়াইয়ে হারিয়ে দেন সমীর।
সেই টানটান লড়াই উপভোগ করেছেন টেনিসমোদী মানুষজন। আর করতালি দিয়ে বুঝিয়ে দিয়েছেন সমীরের খেলায় তাঁরা মুগ্ধ।
সেমিফাইনালের টানটান লড়াইয়ের পর এবার ফাইনাল। ফাইনালে সমীর মুখোমুখি নিজের দেশেরই ভিক্টর লিলভের। যে ম্যাচটা জিততে পারলে একজন বঙ্গসন্তান হিসাবে এই প্রথম কেউ টেনিসের অন্যতম শ্রেষ্ঠ মঞ্চ থেকে খেতাব তুলে আনবেন।
অবশ্যই সে খেতাবে ভারতের নাম লেখা থাকবে না। তবে এটা বাঙালিদের জন্য আনন্দের মুহুর্ত হতেই পারে।
উইম্বলডনের মত বৃহৎ টেনিস প্রতিযোগিতায় কোনও বাঙালির ছেলে এমন দাপট দেখানো খেলছে এটা অবশ্যই গর্বের হতে পারে।
মাত্র ৬ বছর বয়সে টেনিস খেলা শুরু করেন সমীর। নিউ জার্সিতেই শুরু হয় তাঁর অনুশীলন। আর ১৭ বছর বয়সে তিনি এখন উইম্বলডনের কোর্ট কাঁপাচ্ছেন।
তাই তাঁর জয়ের জন্য বাঙালিরা যে সকলে প্রার্থনা করবেন তা বলার অপেক্ষা রাখে না। এদিকে যেই জিতুন উইম্বলডনের জুনিয়র খেতাব এবার যাচ্ছে আমেরিকার ঘরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা