SciTech

স্বাভাবিক মিলনে অরাজি, সাদা গণ্ডারের অবলুপ্তি বাঁচাতে অন্যপথে উদ্যোগ

Published by
News Desk

বিশ্বাস না হলেও ঘটনাটা সত্যি। পৃথিবীতে একটি মাত্র পুরুষ সাদা গণ্ডার এখন বেঁচে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। একটিই মাত্র পুরুষ সাদা গণ্ডার এখন বেঁচে আছে এই দুনিয়ায়, নাম তার সুদান। চেক প্রজাতন্ত্রে সুদান ও তার সঙ্গীরা চালাচ্ছে বেঁচে থাকার লড়াই। সঙ্গী বলতে ৩টি মেয়ে সাদা গণ্ডার। চোরাশিকারিদের মারণ প্রবৃত্তি সাদা গণ্ডারের অস্তিত্ব বিপন্ন করে দিয়েছে। প্রজাতিটিকে রক্ষা করার জন্য সুদানকে কেনিয়ার মাটিতে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। বিজ্ঞানীরা আশা করেছিলেন আফ্রিকান আবহাওয়ায় তাদের মিলনে সুবিধা হবে।

প্রজাতি রক্ষা করতে তাঁরা সুদানের সঙ্গে ওই প্রজাতির মেয়ে গণ্ডারের মিলন ঘটানোর ব্যবস্থা করেছিলেন। ২০০৯ সালে চেক প্রজাতন্ত্র থেকে সুদান ও তার সঙ্গিনীদের স্থানান্তরিত করা হয়েছিল কেনিয়ায়। কেনিয়ার ওল পেঁজাটা অঞ্চলে সশস্ত্র বাহিনী দিয়ে একটি এলাকাকে ঘিরে এদের সংরক্ষণ করে রাখা হয়েছিল। পরিকল্পনা সঠিক ও যথাযথ হলেও বাস্তবে কিন্তু তাদের মিলন ঘটানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে বিজ্ঞানীরা আইভিএফ পদ্ধতির দ্বারস্থ হয়েছেন। চলতি বছরের জুলাই মাসে ব্রিটিশ চিড়িয়াখানা ঘোষণা করে, তারা গণ্ডারের প্রজাতিটিকে বিলুপ্তির পথ থেকে আটকাতে আইভিএফ পদ্ধতির সাহায্য নিয়েছে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়ার উন্নতি সাধনের চেষ্টাও চালাচ্ছেন। এই পদ্ধতি সঠিকভাবে কার্যকরী হলে পৃথিবী থেকে সাদা গণ্ডারের বিলুপ্তি আটকানো হয়তো সম্ভব হবে।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk