SciTech

ভারতেই শুরু, সেই ফিচার এবার বিশ্বজুড়ে চালু করল হোয়াটসঅ্যাপ

Published by
News Desk

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবার সারা বিশ্বেই চ্যাট বা মেসেজ ফরওয়ার্ড করার লিমিট বা উর্ধ্বসীমা ৫টি করে দিল। ভারতে গত বছরের জুলাই মাস থেকেই চালু হয় এই ফিচার। ভুয়ো খবর যাতে ছড়িয়ে না পড়ে সেকথা মাথায় রেখে ৫টি মেসেজের বেশি একসঙ্গে ফরোয়ার্ড করা যাবেনা বলে নিয়ম করে হোয়াটসঅ্যাপ। সেটা তখন করা হয়েছিল কেবল ভারতে। এবার সেই নিয়ম সারা বিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য করল তারা। গত সোমবার একথা ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ভুয়ো বা উত্তেজক খবর হুহু করে ছড়িয়ে পড়ায় হোয়াটসঅ্যাপ লাগাম পরাতে পারছেনা। একথা গত বছর হোয়াটসঅ্যাপকে জানিয়েছিল ভারত সরকার। ভারতে তাদের এই মুহুর্তে গ্রাহক সংখ্যা ২০০ মিলিয়ন। ফলে হোয়াটসঅ্যাপকে দ্রুত পদক্ষেপ করতে হয়। তারা একবারে চ্যাট ফরোয়ার্ড করার সংখ্যা অগুন্তি থেকে ৫-এ নামিয়ে আনে। তবে তা কেবল ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। এখন তা গোটা বিশ্বের জন্যই প্রযোজ্য।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: WhatsApp

Recent Posts