Categories: Kolkata

তৃণমূল ছেড়ে কংগ্রেস হুমায়ূন কবির

Published by
News Desk

আসন্ন উপনির্বাচনে প্রার্থী দেবে কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ইলেকশন কমিটির বৈঠকের শেষে একথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সূত্রের খবর, শুরুতে কংগ্রেস বামেদের সঙ্গে বিধানসভা নির্বাচনের মতই জোট বেধে প্রার্থী ঘোষণার কথা বলেছিল। কিন্তু বামেরা তাতে কোনও উৎসাহই দেখায়নি। তাই ভোট ভাগাভাগির কথা মাথায় রেখে এখন আর তাদের সরে দাঁড়ানোর প্রশ্নই নেই। আগামী ১৯ নভেম্বর কোচবিহার ও তমলুক লোকসভা ও মন্তেশ্বর বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থী দেবে কংগ্রেস।

এদিকে ক্রমাগত কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান দেখতে দেখতে ক্লান্ত কংগ্রেস এদিন মুর্শিদাবাদের জন্য কিছুটা অক্সিজেন পেয়েছে। তৃণমূল ছেড়ে এদিন কংগ্রেসে যোগ দেন হুমায়ুন কবির।

Share
Published by
News Desk

Recent Posts