Categories: Kolkata

মানসের উত্তর ‘কোরা কাগজ’?

Published by
News Desk

তিনি কোন দলে রয়েছেন তা লিখিত আকারে জানাতে বলেছিল কংগ্রেস পরিষদীয় দল। এক সপ্তাহের মধ্যে উত্তর তলব করা হয়েছিল। তার উত্তরও নাকি সোমবার দেন মানসবাবু। তবে উত্তরটা নাকি ‘কোরা কাগজ’। অর্থাৎ উত্তর হিসাবে স্রেফ সাদা কাগজ পাঠান তিনি। কংগ্রেসের অন্দরমহলে এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। উত্তর দেওয়ার কথা স্বীকার করলেও সেই উত্তরে কি আছে তা মানসবাবু প্রকাশ করেননি। ফলে সম্ভব, অসম্ভবের দোলাচলে এই আজব উত্তর প্রসঙ্গ। সূত্রের খবর, মানসবাবুর এমন উত্তরে কংগ্রেস পরিষদীয় দল নাকি বেজায় চটেছে। কারণ তারা জানতে চেয়েছিল সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে বা লেখা হচ্ছে যে মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এটা সত্য কিনা তা লিখিতভাবে জানান। তারই উত্তর ঘিরে এদিন সরগরম কংগ্রেসের অন্দরমহল।

Share
Published by
News Desk

Recent Posts