Categories: Kolkata

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহামিছিল

Published by
News Desk

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মহামিছিলের ডাক দিল কংগ্রেস। আগামী ২৫ জুন এই মহামিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। গত শুক্রবারই নিজেদের দলীয় অস্তিত্ব ও স্বাতন্ত্র্য বজায় রেখে বামেদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে গলা মেলানোর কথা বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন মহামিছিলের ডাক দিয়ে সেই বার্তাই আরও কিছুটা পরিস্কার করতে চাইলেন তিনি। মিছিলে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে আমন্ত্রণ জানিয়েছেন অধীর। দলীয় কর্মসূচিতে বামেদের সামিল হওয়ার ডাক দিয়ে আসলে অধীর দলের স্বাতন্ত্র্য বজায় রাখারই চেষ্টা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Share
Published by
News Desk

Recent Posts